আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের পাশে জাতীয়তাবাদী হেল্প সেল

শহর প্রতিনিধি: সোনাগাজী উপজেলা বিএনপি নেতা আবুল কালাম, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি শহীদ সরোয়ার হোসেন ও যুবনেতা শহীদ জামশেদ আলমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জাতীয়তাবাদী হেল্প সেল। ৭ এপ্রিল রবিবার ফেনী সদর উপজেলা বিএনপি কার্যালয়ে পরিবার গুলোর হাতে আর্থিক উপহার প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপি আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপি আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, জাতীয়তাবাদী হেল্প সেলের প্রধান সমন্বয়ক সুমন আহসান, সিনিয়র সদস্য পৌর বিএনপি সদস্য সচিব এড, মেজবাহ উদ্দিন ভূইয়া, হেল্প সেলের সিনিয়র সদস্য নুরুল আলম সবুজ, সেল্প সেলের সদস্য জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, পৌর যুবনেতা শরিফুল ইসলাম রাসেল, ছাত্রনেতা মেজবাহ উদ্দিন মিয়াজি সহ অন্যান নেতৃবৃন্দ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ