আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাগনভূঞায় জম্ম ও মৃত্যু নিবন্ধন উদ্বুদ্বকরনের লক্ষ্যে প্রণোদনা কার্যক্রম উদ্বোধন

দাগনভুঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন উদ্বুদ্বকরনের লক্ষ্যে প্রণোদনা কার্যক্রম ২৪ মে বুধবার শুভ উদ্বোধন করা হয়েছে। দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড.মোঃ আমিনুর রহমান এন ডি সি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল-হাসান, স্থানীয় সরকার ফেনী উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খাঁন,উপজেলা ভাইস চেযারম্যান মোঃ শাহিন মুন্সি,দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন বিকম,বিএড,।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়রাল আবদিন মামুন, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন,দাগনভুঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন, ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান আবুল ফোরকান বুলবুল, দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম খাঁন,মুক্তিযোদ্ধা পেয়ার আহম্মদ সহ উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালযের শিক্ষার্থীসহ রাজনৈতিক সমাজিক সাংস্কৃতিক সংঘঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলার সকল ইউনিয়নে ও পৌরসভায় জম্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম উদ্বুদ্বকরনের লক্ষ্যে নতুন শিশুর জন্মদাতা মায়েদেরকে ধন্যবাদ পত্র ও প্রণোদনা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এ ছাড়াও দুই হাত বিহীন শিশু মোনায়েম কে প্রধানমন্ত্রীর দেয়া ঘরের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান এন ডি সি।

পরে ইয়াকুব পুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন তিনি এ সময় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ