আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেনীতে সাইবার ইউজার দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী সাইবার ইউজার দল ফেনী জেলা শাখার আওতাধীন ফেনী পৌর শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা বুধবার (২৫ জুন) শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাইবার ইউজার দল পৌর শাখার সভাপতি ওমর ফারুক বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজিব,ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সাইবার ইউজার দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এস আলম ইসরাত, সাইবার ইউজার দল ফেনী জেলা সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রহমতুল্লাহ জিংকু।
বাংলাদেশ সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজিব নেতাকর্মীদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার আহবান জানিয়ে বলেন, বিএনপিকে নিয়ে নানা গুজব ছড়ানো হয়, ফেসবুকে নানা অপপ্রচার ছড়িয়ে দেয়। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। এখন রাজপথে কর্মসূচি নেই, তারেক রহমানের ৩১ দফা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, বর্তমানে সাইবার ক্রাইম ব্যাপক হারে হচ্ছে। বিএনপি, যুবদল, ছাত্রদলের নামে বিভিন্ন ফেইক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে। বেঈমান মুনাফেক বিধায় ফেইক আইডি থেকে এসব কার্যক্রম করা হচ্ছে। বিএনপির সাথে কারও তুলনা হয়নি, যারা বলছে নির্বাচন হলে ৩০০ আসন পেয়ে যাবে তাদের বলব বিএনপির সাথে মেম্বার ভোটে জিতে দেখান।
এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই আন্দোলনে আপনার অবদান আছে তা অস্বীকার করছি না। তবে বিএনপি, যুবদল ছাত্রদল ও রাজপথে নেমেছে। আপনারা যদি দাদারে নাতি বানান, নাতিরে দাদা বানান এটা ঠিক নয়। বিএনপি ১৭ বছর রাজপথে তবুও হাসিনার সাথে আপস করেনি।
এ সময় সাইবার ইউজার দলের জেলা ও বিভিন্ন উপজেলা দলের নেতাকর্মীরাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ