আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ ফেনী ইউনিভার্সিটির প্রথম সমার্বতন

স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগের প্রতীক্ষার অবসান। আজ ২৩ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হচ্ছে ফেনী জেলার একমাত্র বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন। বহুল আকাক্ষিত এই সমাবর্তনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা রয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও সমাবর্তনপ্রত্যাশী গ্র্যাজুয়েটদের। শিক্ষা উপমন্ত্রী ও সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি মহিবুল হাসান চৌধুরী নওফেল। গ্র্যাজুয়েটদের বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস। সমাবর্তনকে ঘিরে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রস্তুতি প্রায় শেষ। এখন অপেক্ষার পালা। শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উপ-কমিটিগুলো নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সমাবর্তনকে সফল করতে।

এবারের সমাবর্তনে মোট ৩৫১ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ৯১ জন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১৬৫ জন, কলা, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ৮৭ জন শিক্ষার্থী রয়েছেন।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ