শহর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর’২৫, মঙ্গলবার, বিকেল ৩ টায় শহরের আল-সাফা মিলনায়তনে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালী জোনের সহকারী পরিচালক ও খেলাফত মজলিস মনোনীত ফেনী ০৩ আসনে এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলি মিল্লাত।
জেলা সেক্রেটারি মাওলানা সানা উল্লাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মাইন উদ্দিন চৌধুরী, সহ সেক্রেটারি মুহাম্মদ সাইফুল্লাহ ভুঁইয়া, মাওলানা আজিজ উল্লাহ আহমদী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল কাশেম, জেলা নির্বাহী সদস্য মাওলানা হাসান মোহাম্মদ ওলি উল্লাহ, পৌর সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস, সহসভাপতি মাওলানা ফজলুল করীম, সেক্রেটারি মাওলানা আবদুর রহীম, সহ সেক্রেটারি মাওলানা আইয়ুব, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়৷