আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের বিক্ষোভ মিছিল

শহর প্রতিনিধি: ফেনীতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদ ফেনী জেলা’র আয়োজনে রবিবার (২৩ জুলাই) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ফেনী জেলা’র আহ্বায়ক আবু নছর মজুমদার এর সভাপতিত্বে এবং আইডিবির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা আইডিইবি’র সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ জাহান, প্রচার সম্পাদক ফজলুল হক, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট সেক্টর অ্যাসোসিয়েশন এর সভাপতি চঞ্চল দে সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল কাদের পাটোয়ারী, সরোয়ার জাহান, কামরুল হোসেন, জোবায়ের আহমেদ, খোকন নন্দী প্রমুখ। বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, বিএনবিসি-২০২০ ও ঢাকা মহানগর ইমরাত নির্মাণ বিধিমালা ২০০৮-এর সংশোধিত গেজেট প্রকাশসহ ৪ দফা দাবি আদায়ের আন্দোলনে দেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত হওয়ার আহ্বান জানান।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ