আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে যুবদলের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

শহর প্রতিনিধি: ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে ফেনী জেলা যুবদল।

২রা মে মঙ্গলবার বিকেলে ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম জানান “অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে,গত ১৬ এপ্রিল ২০২৩ ইং,রোজ রবিবার,২৪ রমজান,সময় আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজার নামক স্থানে ফেনী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেনকে হত্যার উদ্দেশ্যে ফরহাদনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপুর নেতৃত্বে,উপজেলা আওয়ামীলীগের সদস্য আলাউদ্দিন জনি,যুবলীগ ক্যাডার আরিফ, ফরহাদনগর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রউপ লাবিল,ছাত্রলীগ ক্যাডার আব্দুল্লাহ আল মামুন,শেখ বিজয়,ইনান,মেহেদী,মারুফ,সাইমন,সাকিব,মেহেদী সহ ৩০—৩৫ জন সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী হামলা চালায়। এসময় শাহাদাত হোসেনের শোর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা শাহাদাতকে মৃত ভেবে স্থান ত্যাগ করে।পরক্ষনে স্থানীয় জনগন ও পুলিশ ঘটনাস্থলে এসে শাহাদাত হোসেনকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্য বিশিষ্ট জেনালের হাসপাতালে নিয়ে আসে।প্রচুর রক্তক্ষরনের ফলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সেখান থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।বর্তমানে শাহাদাত হোসেন চিকিৎসাধীন রয়েছে।

এ ছাড়াও গত ২৫ এপ্রিল,ঈদের দুইদিন পর শর্শদী ইউনিয়ন যুবদল নেতা জিয়া উদ্দিনের উপর আওয়ামী সন্ত্রাসী জসিম,সফিক,রাজিব হামলা করে তাকে মারাত্মাক আহত কারে।
আমরা আপনাদের মাধ্যমে ফেনীবাসীকে জানাতে চাই এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে অব্যাহত রেখে জাতীয়তাবাদী যুবদল ফেনীকে আওয়ামী সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে দুরে সরিয়ে রাখা যাবে না”।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, শাহাদাত হোসেন অসুস্থ সাইন করতে পারছে না এ জন্য মামলা দায়ের করতে বিলম্ব হচ্ছে। আমরা শাহাদাতের বিষয়ে আইনী প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাব।

জেলা যুবদলের সহ-সভাপতি হাসানুজ্জামান শাহাদাতের সঞ্চালনায় উক্ত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার,যুগ্ম আহবায়ক এয়াকুব নবী,গাজী হাবিবুল্লাহ মানিক,এম,এ খালেক জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, দপ্তর সম্পাদক আল ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন মাষ্টার, যুগ্ম আহবায়ক ফরিদুল ইসলাম রাহাত সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

     এই ক্যাটাগরির অন্যান্য নিউজ